দিনাজপুর জেলায় ঘুরে দেখার মত যত স্থান
জেলা নং – ৩
সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যমন্ডিত দিনাজপুরের ইতিহাস অত্যন্ত প্রাচীন ও সমৃদ্ধ। বিশেষজ্ঞদের মতে, ভারতের ছোট নাগপুর, বিন্ধ্যা পর্বত প্রভৃতি লাখ লাখ বছরের প্রাচীন স্থানগুলোর মৃত্তিকার সমগোত্রীয় দিনাজপুরের মাটি। বহুকাল পূর্বে হিমালয় পর্বতের ভগ্নীরূপে জন্ম নেয়া বরেন্দ্র ভূমির হৃদয়-স্থানীয় স্থান দিনাজপুর। লোকশ্রুতি অনুযায়ী জনৈক দিনাজ অথবা দিনারাজ দিনাজপুর রাজপরিবারের প্রতিষ্ঠাতা। তাঁর নামানুসারেই রাজবাড়ীতে অবস্থিত মৌজার নাম হয় দিনাজপুর। পরবর্তীতে ব্রিটিশ শাসকরা ঘোড়াঘাট সরকার বাতিল করে নতুন জেলা গঠন করে এবং রাজার সম্মানে জেলার নামকরণ করে দিনাজপুর।
দিনাজপুর জেলা |
দিনাজপুর জেলায় ঘুরে দেখার মত যত স্থান,
১। দিনাজপুর রাজবাড়ী
২। স্বপ্নপুরী পিকনিক স্পট
৩। সুখ সাগর ইকো পার্ক
৪। রাম সাগর
৫। নয়াবাদ মসজিদ
৬। সুরা মসজিদ
৭। চেহেলগাজি মসজিদ ও মাজার
৮। রাজারামপুর রোজ মেরি চার্চ
৯। সীতাকোট বিহার
১০। কান্তজিউ মন্দির
১১। গোবিন্দস্বামী মন্দির
১২। বীরগঞ্জ জাতীয় উদ্যান
১৩। সিংড়া জাতীয় উদ্যান
১৪। ঘোডাঘাট দুর্গ
১৫। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৬। দীপশিখা মেটি স্কুল
১৭। মোহনপুর রাবার ড্যাম
১৮। ঈদগাহ মাঠ
১৯। বিরলের ধর্মপুর ইউনিয়নের শালবন
২০। হিলি স্থল বন্দর
২১। জিরো পয়েন্ট
২২। শেখ রাসেল ন্যাশনাল পার্ক
No comments